বিজয় দিবস উপলক্ষে "দিঘলিয়া উন্নয়ন ফোরাম " ব্লাড ক্যাম্পেইন কার্যক্রম চালিয়েছে | দিঘলিয়া, খুলনা।
দিঘলিয়া উন্নয়ন ফোরাম
দিঘলিয়া উন্নয়ন
ফোরামের জন্য রইল অনেক আনেক দোয়া ।
১৬ ই ডিসেম্বর
উপলক্ষে "দিঘলিয়া উন্নয়ন ফোরাম " এর ব্লাড, ডায়াবেটিক্স টেস্ট ও প্রেসার
মাপা এর ক্যাম্পেইন চলছে ।
এই মহান বিজয়
দিবস উপলক্ষে আমাদের সকলের উচিত কোনো নতুন পরিকল্পনা করা। আমাদের উচিত যারা দেশকে
এবং দেশের কাজে নিয়োজিত থাকে তাদের উৎসাহিত করা। তাদের পাশে থাকা।
আপনি দিঘলিয়া উন্নয়ন ফোরাম এর সদস্য হতে চাইলে পূরণ
করুন সদস্য ফরোম। নিচের লিঙ্কে ক্লিক করুন।
দিঘলিয়া উন্নয়ন ফোরাম এর মুখ্য কাজ
গুলো কী?
এখানে যে কাজ গুলোই করা হোক না কেনো তার মধ্যে সব প্রকার কাজ গুলি গ্রুত্বপুর্ণ।
দিঘলিয়া উন্নয়ন ফোরাম এর যে সেবা
গুলো পাবো:
দূর্বার গতিতে
এগিয়ে চলেছে 'দিঘলিয়া উন্নয়ন ফোরাম' এর
জনসেবামূলক কার্যক্রম। মানব সেবার নির্ভরযোগ্য আশ্রয়স্থল এই
সামাজিক সংগঠনটি ইতিমধ্যে ঐতিহ্যবাহী দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকায়
করোনাকালীন প্রথম
সময় থেকে মানবিক
সহযোগিতা ও
স্বাস্থ্যবিষয়ক সেবা প্রদান করে
সকলের আস্থা অর্জন
করেছে। তারই ধারাবাহিকতায় আজ ১৬ই ডিসেম্বর ২০২০ইং তারিখ, বুধবার,
মহান বিজয় দিবস
উপলক্ষ্যে সকাল
৯ টায় দেয়াড়া
গ্রামের পশ্চিম
পাড়ায় বসেছে বিজয়
দিবস মেডিকেল চেকআপ
ক্যাম্প। এখানে
আপনারা নিম্নলিখিত সেবা
গুলো পাবেনঃ
১। ডায়াবেটিস চেকআপ।
২। ব্লাড গ্রুপিং।
৩। ব্লাড প্রেসার মাপা।
৪। ওজন মাপা।
আপনারা সকলেই আমন্ত্রিত। নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোন এবং
অপরকে সচেতন করুন।
স্বল্প মূল্যে সেবা
নিন, আপনার মূল্যবান সময় ও অর্থ
বাঁচান। আল্লাহর পরম করুণা আমাদের
শক্তি।
শুভেচ্ছান্তেঃ "দিঘলিয়া উন্নয়ন
ফোরাম"
লিখেছেন : Syed Shahjahan
সংগ্রহ: facebook.
Al-Amin Shaikh ভাইয়ের জন্য শুভকমনা রইল।
No comments