Medical Admission এর পূর্ব প্রস্তুতি - অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি
অন্তঃক্ষরা
ও বহিঃক্ষরা গ্রন্থি:
বহিঃক্ষরা
গ্রন্থির উদাহরণ:
লায=লালাগ্রন্থি,
যকৃত।
ঘাস= ঘাম
গ্রন্থি, সিবেসাস গ্রন্থি, সেরুমিনাস গ্রন্থি।
মিশ্র গ্রন্থির
উদাহরণ:
অগ্ন্যাশয়
এর বাইরের
সব অন্তঃক্ষরা গ্রন্থি হবে।
গ্রন্থির পার্থক্য:
অন্তঃক্ষরা গ্রন্থি:
১.হরমোন
নিঃসৃত করে।
২. দুরে কাজ
করে।
৩.পদাথ রক্তবাহিত
হয়।
বহিঃক্ষরা গ্রন্থি:
১.এনজাইম
নিঃসৃত হয়
২.নিকটে কাজ
করে।
৩. পদাথ নালীবাহিত
হয়।
হরমোনের বৈশিষ্ট্য:
কম
ক্ষুদ্র অণু
কম পরিমাণ কাজ করে
কম গতিতে কাজ করে
বেশি
বেশি দূরে কাজ করে
বেশিদিন কাজ করে
না
জমা থাকে
না
নির্ভরশীল না।
বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির
অবস্থান:
পিটুইটারি
গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি: মস্তিষ্ক
থাইরয়েড গ্রন্থি,
প্যারাথাইরয়েড গ্রন্থি: কন্ঠদেশ
থাইমাস গ্রন্থি:
শ্বাসনালীর মূলদেশ
আইলেটস অব
ল্যাঙ্গারহ্যানস: অগ্ন্যাসয়
সুপ্র্যারেনাল
গ্রন্থি: বৃক্কের উপরে।
পিটুইটারি
গ্রন্থি নিঃসৃত হরমোন:
অগ্র
|
মধ্য
|
পশ্চাৎ
|
ট্রপিক/উদ্দীপক থাকলে
ল্যুটিনাইজিং হরমোন
প্রোল্যাকটিন হরমোন
|
মেলানোসাইট উদ্দীপক হরমোন
|
অক্সিটসিন
ভেসোপ্রেসিন
|
সোমাটোট্রপিক/বৃদ্ধিপোষক
হরমোনের কাজঃ
১.অস্থি,
কোমল টিস্যুর বৃদ্ধি
২.প্রোটিন
সংশ্লেষণ
৩.লিপিড সঞ্চয়
৪.কার্বাহাইড্রেট(গ্লাইকোজেন
) সঞ্চালন।
লুটিনাইজিং
হরমোনের কাজঃ
নারীঃ
এস্ট্রোজেন,
প্রোজেস্টেরণ ক্ষরণ
ডি্ম্বপাত
কর্পাস ল্যুটিয়াম
সৃষ্টি
পুরুষঃ
টেস্টোস্টেরণ
ক্ষরণ
থাইরয়েড উদ্দীপক হরমোনের
কাজঃ থাইরয়েড হরমোন সংশ্লেষ ও ক্ষরণ
ফলিকল উদ্দীপক
হরমোন কাজঃ ফলিকলের পরিপক্কতা।
প্রোল্যাকটিন
কাজঃ ( মা রিলেটেড কাজ )
-স্তরগ্রন্থির
বৃদ্ধি, দুগ্ধ উৎপাদন, সন্তানের প্রতি বাৎসল্য
-অনাক্রম্যের
প্রতি সাডাদান
-রক্তকণিকা
সৃষ্টি
Also check
Medical Admission Test question 2019 all answer
মেলানোসাইট উদ্দীপক হরমোনঃ ত্বক ও চুলের বর্ণময়তা নিয়ন্ত্রণ করে।
অক্সিটোসিন-
১.জরায়ুর সংকোচন ২. দুগ্ধক্ষরণে উদ্দীপনা
ভেসোপ্রেসিন-
পানি/মূত্র নিয়ে কাজ
-রক্তচাপ বৃদ্ধি
-ক্লোরাইড বিশোষণে বাধা
-পাকস্থলি ও অন্ত্রের সঞ্চালন
বৃদ্ধি
থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোনঃ
ট্রাইআয়োডোথাইরোনিন
|
থাইরোক্সিন
|
ক্যালসিটোসিন
|
বিপাক উদ্দীপ্ত করে
গ্লুকোজ – সংশ্লেষণ
করে
প্রোটিন- সংশ্লেষণ
ও বিনাশ
লিপিড- লাইপোলাইসিস
|
বিপাক-নিয়ন্ত্রণ করে
প্রোটিন - সংশ্লেষ
|
ক্যালসিয়াম মাত্রা
কমায়(রক্তে)
ক্যালসিয়াম শোষণে বাধা(বৃক্কে)
ক্যালসিয়াম সঞ্চয়
(হাড়ে)
ভিটামিন ডি নিয়ন্ত্রণ
|
প্যারাথাইরয়েড গ্রন্থি নিঃসৃত
হরমোনঃ
[ CaPO4]
ক্যালসিয়াম
পুনঃশোষণ বৃদ্ধি করে (বৃক্কে)
ফসফেট মাত্রা
কমিয়ে দেয়(রক্তে)
ভিটামিন ডি
সক্রিয়করণ
অ্যাড্রেনালিন/এপিনেফ্রিন এর কাজ:
G T
H
G গ্লুজোকে
মুক্ত করে বিপাক বৃদ্ধি করে
T তাপমাত্রা
নিয়ন্ত্রণ করে
H হৃৎপিন্ড
ও ধমনীর পেশি সংকোচন ভয়, আনন্দ, শোক প্রকাশে ভূমিকা
অন্যান্য গুরুত্বপূর্:
গ্রন্থি আকৃতি
ও বণ:
পিটুইটারি
মটর দানা, লালচে
থাইরয়েড প্রজাপতি
এড্রেনাল টুপির মত, বাইরে হলুদ-ভেতরে পিঙ্গল
আইলেটস অব
ল্যাঙ্গারহেন্স ক্ষুদ্র ক্ষুদ্র
দ্বীপের মত
No comments